বিএনপি থেকে মেয়র আরিফুলের পদত্যাগ

সিলেটে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীসহ তিনজন।

রবিবার সকালে, গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মির্জা ফখরুলের কাছে পদত্যাগপত্র জমা দেন মেয়র আরিফুল হক, কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সহসম্পাদক আবদুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহরিয়ার।

সবশেষ ২০০০ সালে সিলেটের যুবদলের নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে। দুই দশকের পুরনো কমিটি ভেঙ্গে গঠন করা হয় জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি। কারো মতামত না নিয়ে ত্যাগীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল চৌধুরীসহ দলের বেশকিছু সিনিয়র নেতা।

বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় তাদের পদত্যাগের হুমকির খবরও। সমস্যা সমাধানে কেন্দ্র উদ্যোগ না নিলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছিলেন সদ্যবিদায়ী কমিটির নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *