২৪ জানুয়ারির শহীদদের স্মরণে চসিক প্রশাসক সুজনের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন ১৯৮৮ সালের ২৪ জানুয়ারির নৃশংসতম গণহত্যার শহীদদের স্মরণে আজ রোববার সকালে নগরীর পুরাতন বাংলাদেশ ব্যাংক চত্বরে স্থাপিত শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে চসিক প্রশাসক বলেন, লোমহর্ষক ঘটনা সম্বলিত ২৪ জানুয়ারি আসলেই জাতির বিবেকবান হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেদিনের ভয়াবহতা ও মানুষের আহাজারী কখনো স্মৃতি থেকে মোছার নয়। যারা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিল তাদের ঋন কখনো শোধ হবেনা। ৩৩ বছর পর এই মামলার বিচারে ৫ অভিযুক্তের মৃত্যু দন্ডের সাজা হয়েছে। আদালেতে রায়ে এটাকে পরিকল্পিত গণহত্যা বলে পর্যবেক্ষণ দিয়েছেন।

শ্রদ্ধা নিবেদনকালে চসিক প্রশাসকের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে চসিক প্রশাসক : সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সাথে আজ রোববার সকালে টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী অফিসে তাঁর দপ্তরে কর্পোরেশনের বিভাগীয় প্রধানদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্পোরেশনের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক কার্যক্রম নিয়ে আলাপ আলোচনা হয়।

প্রশাসক বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে বলেন, কর্পোরেশনের প্রধানতম নাগরিকসেবা কার্যক্রম আলোকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম। ভাঙাচোরা রাস্তাঘাট সমূহ পেচওয়াকের মাধ্যমে মেরামত করে জন ও যান চলাচলের উপযোগী রাখার ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, এসব নাগরিক সেবার কার্যক্রম গতিশীল থাকলে নগরবাসী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপর আস্থাশীল হবে। কর্পোরেশন যেহেতু পৌর করের উপর তাঁর সার্বিক কার্যক্রম পরিচালনা করে, তাই নগরবাসীর কাছে জবাবদিহিতা রয়েছে। কারণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনই একমাত্র নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হয়। কাজেই কর্পোরেশনের কর্মকর্তাগণ দায়িত্ব পালনে আন্তরিক হবেন এটাই আমার প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে.কর্নেল সোহেল আহম্মেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জোন-৬ এর আঞ্চলিক প্রধান নির্বাহী আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *