বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী (স.)কে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটির শোভাযাত্রা

চট্টগ্রামের বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী (স.)কে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার উদ্যোগে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) সকালে গাউছিয়া কমিটি বোয়ালখালী শাখার খান্কা থেকে শুরু হয়ে এ শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চরখিজিরপুর গাউছিয়া তৈয়্যবিয়া ছালেহ রাবেয়া মাদ্রাসা প্রাঙ্গনে শেষ হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গাউছিয়া কমিটি বোয়ালখালী শাখার সভাপতি মো.নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক মাহবুব ইলাহী সিকদার। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ মাষ্টার।

মাওলানা ফখরুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি দক্ষিণ জেলা সহ-সভাপতি কাজী ওবাইদুল হক হক্কানী, যুগ্ম সম্পাদক শেখ মো. সালাউদ্দিন, ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, এরশাদ খতিবী, এসএম মমতাজুল ইসলাম, ইদ্রিস বিকম, সৈয়দুল হক কোম্পানী, হাফেজ নুরুল হক, মো. জাহাঙ্গীর আলম, জাহেদুল হক তালকুদার, মহিউদ্দিন আলকাদেরী, জয়নাল আবেদীন আলকাদেরী, আবুল মনসুর সিকদার, আয়ুব আলকাদেরী, আলম খান, এসএম ফজলুল কবির, ইস্কান্দর আলম দিদার, মো. ইদ্রিচ সওদাগর, নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রিয় নবী করিম (দ.) দুনিয়ায় আগমন করে ঈমানী আহ্বানে যে ভাবে বিশ্বের সকল জাতিকে, সকল ধর্মের হানাহানি থেকে মুক্ত করে শান্তির পরশ দিয়েছিলেন ঠিক ওই শিক্ষাকে গ্রহণ করে আমাদেরকে দ্বীনি খেদমতে এগিয়ে যেতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *