সীতাকুণ্ড প্রতিনিধি : উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে এল,জি,এস,পি ৩ প্রকল্পের আওয়ায় দুইটি গ্রাম্য সড়কের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জেলে পাড়ায় ৪ লক্ষ ৭২ হাজার টাকা ব্যয়ে মফিজ-কবির সড়ক এবং ৫লক্ষ টাকা ব্যয়ে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নড়ালিয়া খালপাড় সড়কের আর সি সি ঢালাই দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী।
তিনি বলেন, বাড়বকুণ্ড ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কাচা সড়কগুলো আর সিসি ঢালাই করা হয়েছে। কোন কাচা রাস্তা নেই। গ্রামের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছি। গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার প্রেক্ষিতে তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।
ইউপি সদস্য ইব্রাহিম খলিল ইকরামের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীরীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদিন সুজ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এস.এম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ জসিম উদ্দিন, ইউপি সদস্য ইয়াসিন আরাফাত মুন্না, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এম,এ হানিফ, আকবর হোসেন, বেলায়েত হোসেন, শহীদ উল্ল্যাহ টিটুসহ বক্তব্য রাখেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামিলী, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply