অনলাইন নিউজের অফিস থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ৪

চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকার একটি অনলাইন নিউজ পোর্টালের অফিস থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। এসময় চুরির সাথে সম্পৃক্ত চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

নগরীর ষোলশহর ও বায়েজিদ এলাকায় শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জালাল উদ্দিন (২০), মো. সালাউদ্দিন (২২), সুমন খান (৩৩) ও সুজন খান (২৮)।

পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর রাতে ষোলশহরের ওয়াহেদ মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত অনলাইন নিউজ পোর্টাল ন্যাশনালনিউজবিডির অফিসটি চুরি হয়। ১ নভেম্বর অনলাইনটির সম্পাদক কাজী হুমায়ুন কবির তার অফিস থেকে ল্যাপটপ ও ক্যামেরা চুরির কথা উল্লেখ করে পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে তদন্তে নেমে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম দ্রুত সময়ের মধ্যে চোরাই মালামাল উদ্ধারের পাশাপাশি চুরির সাথে সম্পৃক্ত চার চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক তদন্ত শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির অভিযোগ পেয়ে পুলিশ আন্তরিকতার সাথে চোরাই মালামাল উদ্ধার এবং আসামীদের গ্রেফতারে মাঠে নামে। শনিবার রাতে ষোলশহর এলাকা থেকে প্রথমে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বায়েজিদ থানার মোহাম্মদনগর এলাকা থেকে চোরাইকৃত দুটি ভিডিও ক্যামেরা, দুটি ল্যাপটপ, একটি ডিএসএলআর এবং একটি স্ক্যানার মেশিন উদ্ধার করে এবং চোর চক্রের আরো দুই সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক তদন্ত শাহাদাত হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *