জনগণের ভোটাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার শপথ নিতে হবে: ডা.শাহাদাত 

চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ও সদ্য শেষ হওয়া চ‌সিক নির্বাচ‌নে বি‌এন‌পির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হো‌সেন আজ সারাদিন সদ্য শেষ হওয়া চসিক নির্বাচনে আহত নেতাকর্মী ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের দেখতে ব্যস্ত সময় কাটিয়েছেন সারাদিন।

তিনি সকালে সাংবাদিকদের সাথে কথা বলেই বাসা থেকে বের হয়ে ছুটে যান ন্যাশনাল হাসপাতাল গুরুতর আহত ইপিজেড থানা বিএনপি নেতা মিজানুর রহমান পাভেল সহ নেতাদের এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজে গুরুতর আহত আবু তাহেরসহ নেতাকর্মীদের এরপর গ্রেফতারকৃত নেতাকর্মীদের আদালতে যান এবং আইনজীবীদের সাথে কথা বলেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে নেতাকর্মীদের বের করে আনার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে অনুরোধ জানান।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা.শাহাদাত হোসেন ব‌লে‌ছেন,জনগণের ভোটার অধিকার, গণতন্ত্র ও সু শাসন প্রতিষ্ঠার শপথ নিতে হবে।আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং ফ্যাসিজমের মাধ্যমে ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই সরকার জনগণের সকল গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, ভোটাধিকার ও আইনের শাসনকেও কুক্ষিগত করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। তাই গণতন্ত্র, ভোটাধিকার, সু-শাসন, প্রতিষ্ঠার জন্য জনগণকে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন এগিয়ে আসতে হবে। যতদিন এ দেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আসবে না ততদিন পর্যন্ত এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।

ডা.শাহাদাত হোসেন আরো বলেন, গতকাল যে নির্বাচন হয়েছে তা নির্বাচন নয় এটা একটা নির্যাতন। কেউ ভোটকেন্দ্রে যেতে পারে নাই। সরকারদলীয় সন্ত্রাসীদের দখলে ছিল কেন্দ্র। সারা বিশ্ববাসীর তামাশার এই নির্বাচন উপলব্ধি করেছে। এই সরকারকে একদিন না একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *