কামরুল ইসলাম দুলু : জীবন বাস্তবতার সময়ের প্রয়োজনে প্রত্যেকে বিভিন্ন দিকে ব্যস্ত থাকে। সবার সাথে মিলিত হওয়ার সুযোগ খুব একটা আসে না। সেই কবে স্কুল জীবন শেষ করেছে। সকল বন্ধুরা একত্রিত হয়ে নেচে-গেয়ে, আনন্দ-উৎসব, হৈ-হুল্লোড় করে এবং সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে বিশেষ এই স্মরণীয় দিনটি উদযাপন করে সীতাকুণ্ড উপজেলা ঐতিহ্যবাহী ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা।
শুক্রবার দিনব্যাপী সলিমপুর সিডিএ ফেয়ার এন্ড ফেইথ পার্ক মাঠে উক্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়।
১৯৯৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনের আহবায়ক মোঃ ইমাম উদ্দিন ইমু ও সদস্য সচিব মোঃ জাকারিয়া নিশাত এর তত্বাবাধনে অনুষ্ঠিত পূণর্মিলনী মিলনমেলায় দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়, স্মৃতিচারন,সম্মাননা জ্ঞাপন, র্যাফেল ড্র, প্রীতিভোজ, ফটোসেশন ইত্যাদি।
অনুষ্ঠানে ৯৭ ব্যাচের প্রায় দেড়শজন শিক্ষার্থীদের পরিবার পরিজন মিলে তিনশতজনের মিলনমেলায় আনন্দ-উৎসবে মেতে উঠেন।
ইমাম উদ্দিন ইমু বলেন, প্রায় ২৪ বছর পর আমরা স্কুলের বন্ধুরা এক হয়েছি পূণর্মিলনীর মাধ্যমে। আগামী বছর আমরা বড় পরিসরে আরেকটি মিলনমেলার আয়োজন করবো।
মিলনমেলায় এসে স্কুল বন্ধু কানিজ ফাতেমা লুনা বলেন, সেই কবে স্কুল ছেড়েছি, কত স্নৃতি মনের কোটায় রয়েছে। বহু বছর পর আজ আমরা সবাই এক হয়েছি। কিছু সময়ের জন্য মনে হচ্ছে আবার স্কুল জীবনে ফিরে গেছি। সবাইকে এক সাথে পেয়ে অন্যরকম আনন্দ লাগছে। সবার সান্নিধ্য পেয়ে খুব ভালো লাগছে। আশা করি আগামীতে ও আমরা এই পুনর্মিলনীর ধারা অব্যহত রাখবো।
ইউপি সদস্য মাইনউদ্দিন বলেন, অনেক দিন পর আমরা স্কুলের বন্ধু-বান্ধবীরা মিলিত হয়েছি এক সাথে। ব্যস্ততার কারনে কখনও এক হতে পারিনা। এই মিলনমেলার মাধ্যমে দুই যুগপর স্কুল জীবনের প্রিয়মুখগুলো দেখার সুযোগ হয়েছে। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল বন্ধুরা একত্রিত হয়ে নেচে-গেয়ে, আনন্দ-উৎসব, হৈ-হুল্লোড় করে।
Leave a Reply