সীতাকুণ্ড প্রতিনিধি : বেড়াতে এসে পাহাড়ে উঠে নিচে নামার রাস্তার পথ হারিয়ে বিপাকে পড়েছে ৫ পর্যটক। অবশেষে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাদের উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
শুক্রবার দুপুর পৌনে তিনটার সময় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অগ্নিকুণ্ড নামক পাহাড় পাদদশে।
জানা যায়, হাবিবুর নবী শুভ (২৩), মোঃ শাহরিয়ার ইমন(২৩), নাহিদ (১৪), সানি (৮) এবং দেলোয়ার হোসেন (২৬)। তারা পাচঁজনে মিলে বেড়াতে গিয়ে পাহাড়ে উঠে। তারা মেনে আসার সময় পথ হারিয়ে ফেলে। এসময় তারা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম নিয়ে পাহাড়ে গিয়ে পথহারা পাঁচ পর্যটককে উদ্ধার করে।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, স্থানীয় নাহিদ এবং সানি নামের দুইজনকে নিয়ে পাহাড়ে উঠে তিন যুবক। তারা পাহাড় থেকে নামার পথ ভুলে গিয়ে পাহাড়ে আটকা পড়েন। নিরুপায় হয়ে ৯৯৯ এ ফোন করে সীতাকুণ্ড থানার সাথে যোগাযোগ করলে পুলিশ এবং ফায়ার সার্ভিস টিমের সহায়তায় তারা পাহাড় থেকে নেমে আসেন।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply