সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি’র নির্বাচনে বাহার সভাপতি বেলাল সম্পাদক নির্বাচিত

সীতাকুণ্ড প্রতিনিধি : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যেদিয়ে সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি’র নির্বাচনে সম্পন্ন হয়েছে। এতে ৭৬০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল করীম বাহার এবং ৯১৫ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বেলাল হোসেন।

শনিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। এ নির্বাচনকে ঘিরে
পৌরসদরের ব্যবসায়ীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

সকালে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পৌর মেয়র বদিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়াসহ বিভিন্ন রাজনীতিবিধ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫৭৫ জন। ১৫ পদের বিপরীতে ৪৩ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদন্ধীতা করেন।

এতে সভাপতি নির্বাচিত হন রেজাউল করিম বাহার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ বেলাল হোসেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি গৌরাঙ্গ বনিক, সহ-সাধারন সম্পাদক হানিফ মোঃ আকিব, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সোহেল, অর্থ- সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর, সহ-দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক কামরুল আলম, ক্রীড়া সম্পাদক
রায়হানুজ্জামান চৌং নাহিদ নির্বাচিত হন।

২৪ ঘণ্টা/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *