রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাংসদ ফজলে করিম চৌধুরীর মাতার মৃত্যুবার্ষিকী পালিত

রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির মাতা বেগম সাজেদা কবির চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, মরহুমার কবর জিয়ারত, মেজবান, দোয়া ও মিলাদ মাহফিল।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমার জ্যেষ্ঠ সন্তান এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক, মরহুমার কনিষ্ঠ সন্তান এবিএম ফজলে শহিদ চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়্যব, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাবু, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি কামরুল হোসেন বাহাদুর, কাজী ইকবাল, শাহ আলম চৌধুরী, নুরুল আবসার, স্বপন দাশগুপ্ত, ইরফান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার্দী শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ভূপেষ বড়ুয়া।

রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, নির্বাহী সদস্য সুমন দে, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, ডাবুয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, গহিরা ইউপি চেয়া্রম্যান নুরুল আবছার বাঁশি,চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, বিনাজুরি ইউপি চেয়ারম্যার সুকুমার বড়ুয়া, উরকিরচর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উপধ্যক্ষ সৈয়্যদ আহমেদ।

উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, দপ্তর সম্পাদক তপন দে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাংগীর আলম সুমন, যুগ্ম আহবায়ক শওকত হোসেন, ইমতিয়াজ উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি হাসান রাসেল, স্যোশাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের সভাপতি মহিউদ্দিন ইমন,যুগ্ম আহবায়ক দিদারুল আলম, আহমেদ সৈয়্যদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু , পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি সৈয়্যদ মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, আবু বক্কর আরাফাত, মিজানুর রহমান প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *