লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার (৩১ জানুয়ারী) বিকেল ৫টায় লোহাগাড়া উপজেলা পরিষদ কনফারেন্স হলে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত আহবায়ক নুরুল কবির সলিল, সিনিয়র যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ জামিল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজানসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটিকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
২৪ ঘণ্টা/এ. কে. আজাদ
Leave a Reply