নিজের নির্বাচনী এজেন্টের মেয়ের চিকিৎসায় ৩ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী রতন দত্ত এর কন্যা চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী সুপর্ণা দত্তের কিডনি প্রতিস্থাপন জন্য ৭ লক্ষ টাকা প্রয়োজন জানতে পেরে ব্যক্তিগত তহবিল থেকে নগদ তিন লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপমন্ত্রী’র চশমা হিলের বাসভবনে উপস্থিত হয়ে রতন দত্তের জ্যেষ্ঠ কন্যা সুকন্যা দত্ত অনুদানের টাকা গ্রহণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, শাওন ঘোষ।

এই সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাজের বিত্তবানদের সুপর্ণা দত্ত এর চিকিৎসায় সহযোগিতা কামনা করেন এবং তাঁর পক্ষ থেকে আরো সহযোগিতা করার হবে বলে আশ্বস্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *