সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান শওকত জাহাঙ্গীরের উদ্যেগে এক হাজার পরিবারে কম্বল বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া গরীব মানুষরা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যানকে। ৬নং বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এর ব্যক্তিগত উদ্যেগে ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আজ বুধবার(৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলার মধ্য বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর।

উপজেলা আ.লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল বারেক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.শাহজাজহান, যুগ্ন সম্পাদক আবু তাহের সওঃ, উপজেলা আ.লীগ সদস্য আরশাদ মোহাম্মদ সোহাগ, কামরুল ইসলাম চৌধুরী, আবদুল মোতালেব, আবু তাহের, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ৫নং ওয়ার্ডের সভাপতি মুন্সি কোম্পানী, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ৬নং ওয়ার্ডের সভাপতি মেতাফ উদ্দিন জিকু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,৮নং ওয়ার্ড সভাপতি সফি মেম্বার, সাধারণ সম্পাদক পেয়ার মোহাম্মদ, ৭নং ওয়ার্ডের সভাপতি জসীম উদ্দিন,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ নবী, যুবলীগ নেতা জয়নাল আবেদীন টিটু, ছাত্রলীগ নেতা কামরুল ও আদিল প্রমুখ।

২৪ ঘণ্টা/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *