রাউজানে নকল ঘি তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড

রাউজানে নকল ঘি তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৩ নভেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব্ দেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া গ্রামের মোঃ সোহেল নামের এক ব্যক্তি নকল বাঘাবাড়ি ঘি তৈরী করে রাউজানসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে এমন অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

এ সময় নকল মোড়ক ও বিপুল পরিমাণ নকল ব্রান্ডের বাঘা বাড়ি স্পেশাল ঘি পুড়িয়ে ধ্বংস করা হয়। নকল ঘি তৈরীর দায়ে মোঃ সোহেলকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *