৬ মহানগরে সমাবেশ করবে বিএনপি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৫ বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

চট্টগ্রামে ১৩ ফেব্রুয়ারি, বরিশালে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি এবং রাজশাহীতে ১ মার্চ সমাবেশ করবে বিএনপি। এছাড়া ঢাকা বিভাগে দুটি সমাবেশ করা হবে। ঢাকা মহানগর উত্তরে ৩ মার্চ ও দক্ষিণে ৪ মার্চ সমাবেশ করা হবে।

গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মেয়রপ্রার্থীদের উদ্যোগে এই সমাবেশ করা হবে।

আজ কর্মসূচি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী দলের যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খুলনা সিটি কর্পোরেশনে দলের মেয়রপ্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়রপ্রার্থী ও মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়রপ্রার্থী ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ও উত্তর সিটি কর্পোরেশনে মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *