সীতাকুণ্ড প্রতিনিধি : ইসলামের প্রথম খলিফা আমীরুল মু’মেনীন হযরত আবু বকর সিদ্দিক এর ওফাত বার্ষকী স্মরণে দাওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখা ও ভাটিয়ারী ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল তিনটা থেকে উপজেলার বানুর বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে উত্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। মাহফিলের উদ্বোধন করেন এন,এ গ্রুপের পরিচালক শাহ এমরান মোহাম্মদ আলী চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন,গাউছিয়া কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মাহফিল প্রস্ততি কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ মোবারক হোসাইন সওদাগর ও সদস্য সচিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী।
মাহফিলে নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশ নেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক হযরতুলহাজ্ব আল্লামা মোঃ আব্দুল মান্নান, সোবহানিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম এর শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, আরবি প্রভাষক হযরত আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রেজভী, আল্লামা সৈয়দ মোঃ জালাল উদ্দিন আযহারী, নেছারিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মোঃ কামাল উদ্দিন আযহারী, আলহাজ্ব আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রেজভী।
মাহফিল শেষে দেশ ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply