টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী

করোনার টিকা নেয়ার পরও সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, এক থেকে দেড় মাসের মধ্যে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। এ ছাড়া দেশের সব পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত টিকা দেয়ারও নির্দেশ দেন তিনি।

করোনা মোকাবিলায় ফ্রন্টলাইনারদের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, নেতাকর্মীরা নিবন্ধন করলে তাদেরও টিকা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সময়মতো টিকাদান কর্মসূচি কার্যকর করতে এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, করোনার ভ্যাকসিন নিয়ে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে টিকা নিয়ে যে ভীতি আছে, তা দ্রুত কেটে যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *