চট্টগ্রামে একদিনে ১৭১৮ টি নমুনায় ৬২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনা

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে একদিনে নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। গত সোমবার ২৪ ঘন্টায় চট্টগ্রামের ল্যাবগুলোতে মোট এক হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা করার ফলাফলে পজিটিভ শনাক্ত হয় ৬২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জন নগরী ও ১৪ জন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তবে এসময়ের মধ্যে জেলায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে কারো মৃত্যুর খবর জানা যায়নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৬৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৬৮ এবং উপজেলায় ১শ ১ জন। এখন পর্যন্ত করোনা থেকে ৩১ হাজারেরও বেশি লোক সুস্থ হয়েছেন বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

জানা গেছে, ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ৯ জনের ও বিআইটিআইডি ল্যাবে ৮৩৩টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

৬৪০ জনের নমুনা পরীক্ষার পর ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে। সিভাসু ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করে ১৬ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

তবে এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪টি নমুনা পরীক্ষায় সবগুলোতে নেগেটিভ ফল আসে এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি বলে জানা গেছে।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *