রায়পুরে শারীরিক প্রতিবন্ধীর কাছে জমি বিক্রি করে দখল না বুঝিয়ে দেয়ার অভিযোগ

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মোঃ কামাল হোসেন নামের এক শারীরীক প্রতিবন্ধীর খরিদকৃত সম্পত্তি রেজিস্টি দিয়েও দখল বুঝিয়ে না দেয়ার ঘটনা ঘটেছে। দীর্ঘ কয়েক বছর ধরে ওই প্রতিবন্ধী কামাল হোসেন ও তাঁর স্ত্রী রানী বেগম (৪৫) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা করতে পারেননি। নিরুপায় হয়ে ওই রানী বেগম বাদী হয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগরদি গ্রামের সুদীর বাড়ির মৃত তাজুল ইসলাম পাটারীর ছেলে মনতাজউদ্দীন(৬৫) এর কাছ থেকে বিগত ২০১৭ সালের মার্চ মাসের ১৮ তারিখে একবাড়ীর প্রতিবন্ধী মোঃ কামাল হোসেন তাঁর স্ত্রী রানী বেগমের নামে ১৩৩৫ নং দলিল মূলে ১১ শতাংশ সম্পত্তি খরিদ করেন। জমি রেজিস্ট্রেশন করার পর ৭শতাংশ সম্পত্তি বুঝিয়ে দিলেও বাকি ৪ শতাংশ জমি অদ্যবধি দখল বুঝিয়ে না দিয়ে দিচ্ছি, দেবো বলে গড়িমশি করতে থাকে মনতাজ উদ্দিন।

রানী বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা করতে পারেননি। এই নিয়ে রানী বেগম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মন্তাজ উদ্দীনের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করলেও তিনি এ প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হননি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইব্রাহিম বলেন, ‘আমরা স্থানীয় পর্যায়ে রানী বেগমের বিষয়টি নিয়ে সালিশে বসলেও মনতাজ ও তার লোকজন কোন সদুত্তর দিতে পারেননি এবং জমিও বুঝিয়ে দেন নি।’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন জমি কেনার ঘটনা সত্য স্বীকার করে বলেন-‘জমি বিক্রি করে দখল না বুঝিয়ে দেয়া অত্যন্ত দুঃখজনক! আমি উভয়পক্ষকে ডেকে মূল ঘটনাটার আপোষ মিমাংসার চেষ্টা করব।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *