২৪ ঘণ্টা, আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ছয়টি দোকান দোকান ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে চারটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৬ টি দোকান আগুনে ভস্মীভূত হয়।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মো. হেলাল উদ্দীনের কসমেটিকসের দোকান, মো. হারুনের চায়ের দোকান, মো. আয়ুবের মুদির দোকান, মো. ওসমানের মুরগী ও ইলেকট্রনিক্সির দোকান, মো. নাঈমউদ্দীনের (কসমেটিকস ও কম্পিউটারের দোকান এবং মো. দিদারের কুলিং কর্ণারের দোকান।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ফায়ার সার্ভিসের দমকল বাহিনী।
আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র।
২৪ ঘন্টা/জাবেদুল ইসলাম/রাজীব
Leave a Reply