চট্টগ্রাম ডেস্ক : ভয়াবহ আগুনের কবলে পড়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিল। আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের ৭টি গাড়ি চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ পরিচালক আজিজুল ইসলাম জানান, আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২ টা ৪০ মিনিটের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা, ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৭টি গাড়ি আগুন দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে এখন পর্যন্ত আগুনে কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply