ফটিকছড়িতে গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল, শীতবস্ত্র ও ফলজগাছের চারা বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে ২৬ টি গৃহহীন পরিবার বুঝে পেলেন প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরের দলিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে ঘর পাওয়া গৃহহীনদেরকে গতকাল সোমবার উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকায় এসব ঘরের দলিল, শীতবস্ত্র ও ফলবৃক্ষের চারা তুলে দেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সায়েদুল আরেফিন জানান, উপজেলার পাইন্দংয়ে ২৬ টি গৃহহীন পরিবারকে ঘর ও ঘরের দলিল, দুুইটি করে কম্বল ও একটি ফলজ গাছের চারা তুলে দেয়া হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহিন, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, উপজেলা প্রকৌশলী এম হেদায়াত আলী, পি আই ও আবুল হোসেন, ফটিকছড়ি অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম, পাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব।

২৪ ঘণ্টা/জুনায়েদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *