সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আস্তানা এ খাজা গরীবে নেওয়াজ(রাহঃ) এর ১২ তম ২ দিনব্যাপী বার্ষিক ওরশ শরীফ ও হযরত খাজা গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে খতমে বোখারী শরীফ ও আজিমুশশান ঈদে মিলাদুন্নবী, ছেমা ও কাউয়ালী মাহফিল ১৮ থেকে ১৯ ফেব্রুয়ারী উপজেলার ভাটিয়ারীর পূর্ব হাসনাবাদ আশেকানে খাজা গরীবে নেওয়াজ বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।
এতে প্রথম দিবসের উদ্বোধন করবেন ইঞ্জিনিয়ার জহুর মুহাম্মদ রাহাত উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আশেকানে খাজা গরীবে নেওয়াজ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ সফি উল্লাহ। প্রধান ওয়ায়েজিন হিসেবে তাশরিফ পেশ করবেন মুফতি মাওলানা আবু জাফর আল কাদেরী। দ্বিতীয় দিবসে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু নাছের। বিশেষ অথিতি থাকবেন মাওলানা সুফি ড. গোলাম মোস্তফা চিশতী আল কাদেরী। এতে প্রধান ওয়ায়েজিন হিসেবে তাশরিফ পেশ করবেন কারী মোহাম্মদ হারুনুর রশীদ আল কাদেরী।
এছাড়াও উক্ত মাহফিলে দেশবরেণ্য পীর-মাশায়েখ, আলেমেদ্বীন, রাজনীতিবিদ, আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
Leave a Reply