কোতোয়ালিতে চোরাই মোবাইল,ল্যাপটপ ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৩) নামে এক যুবক। এসময় তার কাছ থেকে ২৩টি চোরাই মোবাইল, ৩টি আইপ্যাড, একটি ল্যাপটপ ও ২শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে কয়েকজন যুবক বেশ কিছু চোরাই মোবাইল ও মাদকদ্রব্য নিয়ে রেয়াজউদ্দিন বাজারের এসএম টাওয়ারের ৫ম তলার ৬ নং রুমে অবস্থান করছে। এমন গোপন সংবাদ পেয়ে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।

এসময় রুম থেকে জাহিদকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে চোরাই মালামাল রাখার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যমতে রুমে লুকানো ২৬টি চোরাই মোবাইল ও ট্যাব, ১টি ল্যাপটপ এবং তার শরীর তল্লাশী করে পকেটে থাকা ২শ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে চোরাই মালামালসহ পুলিশ জাহিদকে গ্রেফতার করে।

গ্রেফতার জাহিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পদুয়া তেলী পুকুর পাড় এলাকার লাল মিয়া বাড়ির মো. আব্দুল আজিজের ছেলে। বর্তমানে সে রেয়াজউদ্দিন বাজারের এসএম টাওয়ারের ৫ম তলার ৬ নং রুমটি ভাড়া নিয়ে একজন রুমমেটসহ এসব চোরাই মোবাইলের এবং মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানিয়েছে পুলিশ।

চোরাই মোবাইল ও ইয়াবাসহ গ্রেফতারের তথ্যটি স্বীকার করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারের পর জাহিদ পুলিশের জিজ্ঞাসাবাদে তার আরো একজন রুমমেট এ ব্যবসার সাথে জড়িত জানিয়ে পুলিশের কাছে তার পরিচয়ও প্রকাশ করেছে।

পুলিশ গ্রেফতারের জাহিদের অপর সহযোগী কলিন প্রকাশ খলিল(২৫)কে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া জাহিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি মহসীন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *