আ’লীগ নেতা এটিএম পেয়ারু সংবর্ধিত

ফটিকছড়ি প্রতিনিধিঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের নব ঘোষিত কমিটির সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম নিজ গ্রামে সংবর্ধিত হলেন। গতকাল শুক্রবার বিকাল ৩টায় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দরা কিপাইত নগর গ্রামে এ সংবর্ধনার আয়োজন করেন।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ শাহীন, জাফত নগর চেয়ারম্যান আবদুল হালিম, নানুপুর ইউপি চেয়ারম্যান সফিউল আজম, এডভোকেট আজিজুল হক, এডভোকেট লেয়াকত আলী চৌধুরী, আওয়ামীলীগ নেতা আশীশ কান্তি দে, ইছমাইল হোসেন মজুমদার, মাস্টার মাহাবু, কাজী সেলিল, আফাজ উদ্দিন, মাসুদুল ইসলাম মাসুদ, এমিলি চৌধুরী, কাউন্সিলর গোলাপ, পূজা উদযাপন পরিষদ নেতা মাস্টার রতন কান্তি চৌধুরী, যুবনেতা মাসুদ আলম, সরোয়ার কাজী সুরুজ, হাসান, আলাউদ্দিন প্রমুখ।

সংবর্ধনার জবাবে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হয়ে যখন দল যে আদেশ নির্দেশ দিয়েছে তখন তা পালন করেছি। এখন চট্টগ্রাম উত্তর জেলার দায়িত্ব দিয়েছে জেলার আওয়ামী রাজনীতির উন্নয়নে কাজ করবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *