হাটহাজারী সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মো: পারভেজ, হাটহাজারী : বাংলাদেশ সাংবাদিক সমিতি হাটহাজারী উপজেলা শাখা’র (২০২১-২০২২) পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার (২১ফেব্রুয়ারী) এ উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি বাবলু দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় সবার সম্মতিক্রমে বাবলু দাশ (ভোরের কাগজ) কে সভাপতি এবং মোহাম্মদ আলী (সমকাল) পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

একইসাথে সিনিয়র সহ-সভাপতি হিসেবে শ্যামল নাথ (গিরি দর্পন), সহ-সভাপতি যথাক্রমে কে এম জাহেদ মঞ্জু( দৈনিক বর্তমান) মোহাম্মদ আলমগীর (সি-প্লাস), যুগ্ম-সম্পাদক মোহাম্মদ পারভেজ (গণকন্ঠ), অর্থ সম্পাদক উজ্জ্বল নাথ (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন (যায়যায়দিন), দপ্তর সম্পাদক আবু সাহেদ (মানবজমিন), প্রচার সম্পাদক সুমন পল্লব (নবচেতনা), ক্রীড়া সম্পাদক মোঃ জামসেদ (বর্তমান কথা), সাংস্কৃতিক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন (ভোরের দর্পন), ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ আল আজাদ(খবরপত্র)।

এ ছাড়া সদস্য হিসেবে বিপুল বড়ুয়া (দৈনিক জনতা), মোঃ জাহেদুল আলম জাহিদ (শাহ আমানত) মোঃ নাজিম উদ্দিন (দৈনিক খবর), আবুল মনসুর (সময়ের নিউজ) নুর মালেক (আমার সময়), মোহাম্মদ জাসেদ (আমিরাত সংবাদ অনলাইন পোর্টাল), নুর উদ্দিন ও গিয়াস উদ্দিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *