বোয়ালখালীতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো.মুজিবুর রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী(জিডি) করেছেন মো.সাইফুদ্দিন আহাম্মদ নামের এক ব্যক্তি।

পৌরসভার পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ায় ক্রয়কৃত জায়গার ওপর দিয়ে জোর পূর্বক পৌর কাউন্সিলর মুজিবুর রহমান নিজের বাড়ীর রাস্তা তৈরি করার অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারী তিনি বোয়ালখালী থানায় এ জিডি করেছেন।

পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুদ্দিন জানান, তার ক্রয়কৃত জায়গার ওপর পৌর কাউন্সিলর মুজিবুর রহমান, তার ভাই মো. মাহামুদুর রহমান ও মো. আবদুস ছাত্তার নিজেদের বাড়ীতে যাতায়াতের জন্য জোর পূর্বক রাস্তার তৈরি করছেন। এতে বাধা দিলে ঝগড়া বিবাদের আশঙ্কায় তিনি থানায় জিডি করেছেন।

এ ব্যাপারে পৌর কাউন্সিলর মুজিবুর রহমান বলেন, ‘সরকারি জায়গার ওপর রাস্তাটি আগে থেকেই ছিলো। বর্তমানে তা সংস্কার করা হচ্ছে।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, আইনি প্রতিকার চেয়ে সাইফুদ্দিন আহাম্মদ নামের এক ব্যক্তি পৌর কাউন্সিলর মুজিবুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *