জমকালো আয়োজনে খায়ের আহমদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

খেলাধুলা ডেস্ক : খেলাধূলায় মনোনিবেশ মাদকমুক্ত করবো দেশ-এই স্লোগানকে সামনে রেখে ভিংরোল তরুণ সংঘ কর্তৃক আয়োজিত মরহুম খায়ের আহমদ চৌধুরী স্মৃতি শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুুর্ণামেন্ট -২১ইং এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় হরিণ খাইন ক্রিকেট একাদশ ২৩ রানের জয় পায়। দৌলতপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হরিণ খাইন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়ার মোহাং রাব্বী। খেলা পরিচালনা করেন ভিংরোল তরুণ সংঘের ক্রীড়া সম্পাদক মো. রাসেল।

এর আগে টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজিম কম্পিউটার এন্ড প্রিন্টার্স এর সত্বাধিকারী আলহাজ্ব মো নাসির উদ্দীন। আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক এম জাফর ইকবাল তালুকদার ছিলেন সম্মানিত অতিথি।

ভিংরোল তরুণ সংঘের সভাপতি এম আবু বক্কর লিটন এর সভাপতিত্বে ও ভিংরোল তরুণ সংঘের সাধারণ সম্পাদক এম ফোরকান উদ্দীনন এর পরিচালনায় ভিংরোল তেমহনি মাঠে অনু্ষ্ঠিত এ আয়োজনের উদ্ভোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মো হাসান জিয়াউল ইসলাম চৌধুরী।

তাছাড়া অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ভিংরোল তরুণ সংঘের উপদেষ্ঠা মোস্তাক আহমেদ টিপু, অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী জমির উদ্দীন, বিশেষ অতিথি সমাজসেবক ও রাজনীতিবীদ মো আবু তাহের, বিশিষ্ট ছাত্রনেতা মো নুরুল ইসলাম, ভিংরোল তরুণ সসংঘের সাবেক সহ-সভাপতি মো নাজিম উদ্দীন, গ্লোবাল ইসলামী ব্যাংক বন্দর শাখার অফিসার মামুনুর রশিদ মামুন।

বক্তব্য রাখেন পরৈকোড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো আল আমিন, সংগঠনের প্রাক্তন সভাপতি চ্যানেল সিক্স চট্রগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক জাহাঙ্গীর আলম, ভিংরোল তরুণ সংঘের সি. সহ-সভাপতি রাশেদ ইমরান হিরু, সি. যুগ্ম-সম্পাদক রিয়াদুল ইসলাম রুবেল, সহ-সাধারণ সসম্পাদক খোরশেদ আলম খোকন, সাংগঠনিক সসম্পাদক সোহেল আলম, মোজাম্মেল হক, প্রচার সম্পাদক ওসমান আলী বাবু, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাসেল, আবদুল আহাদ, রাশেদুল ইসলাম, রাজিন হাসান রাফি, মো. ইলিয়াছ।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *