ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার ইট প্রস্তুুতকারী মালিক ও শ্রমিকরা। গতকাল বুধবার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বাসস্টেশনে পালন করা মানববন্ধনে অংশ নেন ইট প্রস্তুুতকারী মালিক ও কয়েক হাজার শ্রমিক। পরে ব্রিক ফিল্ড রক্ষার দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিকগণ।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজমের সঞ্চালনায় ও আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন পূর্ব এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, সারাদেশে একই ধরনের ইটের ভাটা রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের ইটের ভাটাগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যা অনেকটা এ অঞ্চলের উন্নয়ন কাজে প্রতিবন্ধকতার সুদূর প্রসারী পরিকল্পনা। ফটিকছড়ি ৪০টি ইটভাটায় প্রায় কয়েক হাজারেরও বেশি শ্রমিক কর্মরত। বর্তমানে ইটভাটা বন্ধ থাকার ফলে এ সব শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের পরিবারের কথা ভেবে ইটভাটাগুলো যাতে সচল থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন রেজাউল করিম চৌধুরী, কেশব দেব, নুরুল আমিন, ফোরকানুল আমিন, নাছির উদ্দীন, শহিদুল্লাহ, হাসেম কোম্পানী, শহীদ কোম্পানি, হাবিবুল্লাহ চৌধুরী সাইফু, আনোয়ার মেম্বার, সাহেদ উল্লাহ জনি, জয়নাল আবেদিন, আজিজুল হক কোম্পানি, সিরাজুল হক কোম্পানি, মোঃ সেকান্দার, মোঃ কামাল, আনোয়ার কোম্পান, রাশেদ কোম্পনী সহ ইট ভাটার কয়েক হাজার শ্রমিক।
২৪ ঘণ্টা/জুনায়েদ
Leave a Reply