রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা নিকেতন আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের উদ্যােগে ৩ ও ৪ মার্চ বুধবার ও বৃহস্পতিবার সারাদিন ব্যাপী নোয়াপাড়া আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, প্রতিষ্ঠানের একাডেমীর ছাত্রদের নাত ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি হযরাতুলহাজ্ব আল্লামা কাজি মুহাম্মদ মাহমুদুল হক কাদেরীর সভাপতিত্বে ও আল্লানা গাজী শেরেবাংলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও পরিচালনা পরিষদের সদস্য মুহাম্মদ ইসমাইল এর সঞ্চালনায় সালানা জলসায় ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা গাজী শেরেবাংলা (রাঃ) বড় শাহজাদা পীরে তরিকত হযরাতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী (মাঃ জিঃ আঃ) , ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরাতুলহাজ্ব শাহাজাদা মুহাম্মদ বদরুল হক আলকাদেরী (মাঃ জিঃ আঃ)।
উক্ত সালানা জলসায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি, প্রবীণ আলেমে দ্বীন হযরাতুলহাজ্ব আল্লামা হাফেজ মাওলানা রহুল আমিন আল কাদেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য তফসির আহমদ,পরিচালনা পরিষদের সদস্য কাজি মুহাম্মদ নাজমুল হক।
আলোচক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব,আবতাহী মুজ্জাদ্দেদীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক হযরাতুলহাজ্ব আল্লামা মুফতি আলা উদ্দিন জিহাদি, বাকলিয়া আহম্মদীয়া করিমিয়া ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক হযরাতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুন নুর জিহাদি, হযরাতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নইমুদ্দিন হোসাইনী, হযরাতুলহাজ্ব আল্লামা আইয়ুব বদরী, হযরাতুলহাজ্ব আল্লামা আজিজুর রহমান আলকাদেরী, আজিজিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা মুহাম্মদ আজিজুল হক কাদেরী, হযরত মাওলানা মিজানুর রহমান কাদেরী, মাওলানা ইয়াছিন কাদেরী, মাওলানা আলি আজম কাদেরী প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ও আল্লামা গাজী শেরেবাংলা (রাঃ) স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাসুলুল্লাহ (দঃ) ও সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শীত হয়ে দ্বীন মাজহাবের খেদমত করার জন্য আপনার সন্তানকে মাদ্রাসার শিক্ষাই শিক্ষিত করুন।
পরিশেষে মিলাদ ও কিয়াম ও আখেরি মুনাজাতের মাধ্যমে সালানা জলসার পরিসমাপ্তি হয়।
২৪ ঘণ্টা/নেজাম
Leave a Reply