সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ফুটবল একাডেমীর আয়োজনে স্বাধীনতা গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ভাটিয়ারীস্থ বিজয় স্মরনী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মাসব্যাপী উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন। খেলায় উপজেলার মোট ২৪ টি টিম অংশ নিচ্ছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক আমজাদ হোসেন বাবলু’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন, ৬নং ওয়ার্ড সদস্য ও সাধারণ সম্পাদক ওহিদুল আলম, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আহমেদ, সহ-সভাপতি আলতাফ মাহমুদ, নাহিদুল ইসলাম আরমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রাশেদ, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী রাকিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় ভাটিয়ারী কলেজ পাড়া একাদশ বনাম বন্ধু বিলাস ফুটবল একাদশ।
২৪ ঘণ্টা/দুলু
Leave a Reply