রাউজানে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন অনুষ্ঠিত

নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রাউজান ম্যারাথন। ম্যারাথনে অংশ নেন কয়েক হাজার নারী-পুরুষ।

৬ মার্চ (শনিবার) সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের সর্তারঘাটে বেলুন উড়িয়ে ম্যারাথন কর্মসূচির উদ্ভোধন করেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

সর্তারঘাট থেকে শুরু হয়ে ১০ কিলোমিটার পথ অতিক্রম শেষে রাউজানের জলিলনগরে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করার জন্য ম্যারাথনে অংশ নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাংসদ। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আ.লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দীন, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ।

এর পূর্বে ম্যারাথনে অংশ নিতে রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবি মানুষ সর্তার ঘাট এলাকায় জড়ো হতে থাকে। ম্যারাথনে অংশ নেওয়া পুরুষগণ লাল সবুজের টি শার্ট এবং নারীরা লাল-সবুজ রঙয়ের শাড়ি পরিধান করে। এ সময় সড়কের উভয় পাশের্^ মুজিববর্ষের প্লাকার্ড, ফেস্টুন হাতে বাদ্য যন্ত্রের তালে তালে ম্যারাথন শুরু হয়। শৃংখলা রক্ষায় সড়কের ১০ কিলোমিটার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাউজান থানা প্রশাসনের একাধিক টিম নিয়োজিত ছিল। এছাড়া ম্যারাথনে সার্বক্ষনিক এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা রাখা হয়। সাংসদের নেতৃত্বে সড়কের ১০ কিলোমিটার এলাকার উভয় অংশে নারী-পুরুষগন ম্যারাথনকে স্বাগত জানান। এছাড়া সড়কের বেশ কিছু অংশে সুপেয় পানি, কোমল পানীয়সহ বিভিন্ন প্রকার নাস্তা ও ফল-ফলাদির স্টলে আপ্যায়নের ব্যাবস্থা রাখা হয়। পরে সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া সকলের মাঝে নাস্তা ও খাবার বিতরণ করা হয়।

রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রাউজান ম্যারাথন রাউজানবাসীর জন্য ইতিহাস হয়ে থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *