২৪ ঘণ্টা নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়া পৌরসদর থেকে মাত্র এক কিলোমিটার পথ পারি দিয়ে বিয়ে খেতে যাবে তিন বন্ধু। তাই সন্ধ্যা থেকেই ছিল তাদের ব্যস্ততা। সাজ গোজ সারতেই বেজে যায় রাত ৯টা।
তখনও কি তারা জানতো এই যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। জানলে হয়তো আরো একটু দেরি করে বের হতো বা বিয়ে খাওয়া আজকের মত বাদ দিতো।
নানা ব্যস্ততা শেষে তিন বন্ধু এক হতেই সময় তখন প্রায় ১০টা ছুঁই ছুঁই। তিন বন্ধুই এখন প্রস্তুত। পটিয়া পৌরসভার ২নং সুচক্রদন্ডী থেকে মোটর বাইকে উঠে রওনা দেন উপজেলার কমল মুন্সির হাট এলাকাস্থ বিয়ের ক্লাবের উদ্দ্যেশে।
তবে বিয়ের ক্লাব পর্যন্ত তাদের আর যাওয়া হয়নি। রাত ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় জীবন তরী থেমে যায় দুই বন্ধুর। গুরুতর আঘাত পেয়ে হাসপাতালেই কাতরাচ্ছেন অপরজন।
পটিয়া পৌর সদরের শাহচান্দ আউলিয়া মাজার গেইট এলাকায় যাত্রীবাহী টেম্পুর সাথে তাদের আরোহীত মোটর বাইকের সংঘর্ষ হলে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটর বাইকে করে কমলমুন্সির হাটের দিকে একটি বিয়েতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন।
গুরুতর আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। নিহতরা সকলেই পটিয়া পৌরসভার ২নং সুচক্রদন্ডী ওয়ার্ড এলাকার বাসিন্দা।
নিহত দুজনের পরিচয় পাওয়া গেলেও আহত ব্যাক্তির তাৎক্ষনিক পরিচয় মেলেনি। নিহতরা হলেন, ওই এলাকার রতন সেনের ছেলে অভি সেন (২৩) ও সুজন মিত্র (৩৫)।
২৪ ঘন্টা/রাজীব প্রিন্স
Leave a Reply