ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাহাট উচ্চ বিদ্যালয়ে নিয়মিত পরিচালনা কমিটি গঠনের জন্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
বুধবার (৩ মার্চ) অনুমোদিত চার সদস্যের এই এডহক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন
ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব। এডহক কমিটির অন্য তিনজন হলেন, পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি দত্ব, শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে শুভ্রা ভট্টাচার্য ও অভিভাবক জানে আলম সুমন মুন্সি।
এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিয়মিত পরিচালনা কমিটি গঠন করতে হবে।
এদিকে উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন মহল।
Leave a Reply