লঞ্চের কেবিনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতা আটক

ফেনী থেকে চট্টগ্রাম এসে ধর্ষণের শিকার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে লঞ্চের কেবিনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল কাশেম গাজী নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

নির্যাতনের শিকার একই ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামের প্রবাসীর স্ত্রী (২৪) বাদী হয়ে সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় একটি মামলা করেন। এর পর অভিযুক্ত ছাত্রলীগ নেতা আবুল কাশেম গাজীকে আটক করা হয়েছে।

আটক যুবলীগ নেতা আবুল কাশেম গাজী (৩০) পাইকপাড়া উত্তর ইউনিয়নের যুবলীগ সদস্য। তিনি কামালপুর গ্রামের আলী আক্কাছ গাজীর ছেলে।

ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী জানান, গত এক মাস আগে যুবলীগ নেতা আবুল কাশেম গাজীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় তার।

রোববার সকালে স্থানীয় পাটওয়ারী বাজারে বাজার করতে আসেন তিনি। এ সময় পাটওয়ারী বাজারের দক্ষিণ পাশে রাস্তার ওপর অভিযুক্ত আবুল কাশেম গাজী ওই গৃহবধূকে বিয়ের আশ্বাস দেখিয়ে কৌশলে অটোরিকশায় চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে যায়। এর পর লঞ্চের কেবিনে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে।

পরে সোমবার রাতে ওই গৃহবধূ থানায় গিয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, অভিযুক্ত আবুল কাশেম গাজীর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করেছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *