রাউজানকে মডেল,পরিচ্ছন্ন ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো : মেয়র পারভেজ

নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌরসভার নব নির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখে আমাকে দলের মনোনয়ন দিয়েছেন তারই আলোকে আমার নেতা, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় রাউজান পৌরসভাকে সারা দেশের মধ্যে একটি মডেল ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য নিজের সামর্থ্যের সবটুকু উজার করে দেব।

তিনি গতকাল বুধবার (১০ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউজে মেয়র হিসেবে শপথ গ্রহণের পর এই অভিমত ব্যক্ত করেন। রাউজান পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির উদ্দিন পারভেজ সহ ৯ কাউন্সিলর ও ৩ সংরক্ষিত নারী কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন।

বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার এবিএম আজাদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহনের পর রাউজান পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ বিভাগীয় কমিশনারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মেয়র সহ কাউন্সিলরগণ চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের কার্যালয়ে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মত বিনিময় করেন। এ সময় রাউজান উপজেলা পরিষদ এর চেয়ারম্যান একে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল মেয়র ও কাউন্সিলরদের পরিচয় করে দেন।

উল্লেখ্য, রাউজান পৌরসভা নির্বাচনে তপশিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের কথা থাকলেও মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মেয়র পদে জমির উদ্দিন পারভেজ, সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩ ওয়ার্ডে নাছিমা আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে জেবুন্নেসা, ৭,৮,৯ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস ডলি, সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আলমগীর আলী, ২নং ওয়ার্ডে আলহাজ্ব বশির উদ্দিন খান,৩নং ওয়ার্ডে কাজী ইকবাল, ৪নং ওয়ার্ডে শওকত হাসান, ৫নং ওয়ার্ডে জানে আলম জনি, ৬নং ওয়ার্ডে এডভোকেট সমীর দাশ গুপ্ত, ৭নং ওয়ার্ডে আজাদ হোসেন, ৮নং ওয়ার্ডে এড. দিলীপ চৌধুরী, ৯নং ওয়ার্ডে জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে গত ১ মার্চ এ রাউজানসহ চার পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধিদের নাম, ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *