সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার প্রথমদিনে পূণ্যার্থীরা গণহারে ছিনতাইয়ের শিকার

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলার প্রথম দিনে গণহারেে ছিনতাইয়ের শিকার ও ছিনতাইকারীর হামলার শিকার হয়েছে পূণ্যার্থীরা।

বৃহস্পতিবার(১১ মার্চ) থেকে সনাতন ধর্মাবলম্বীদর ঐতিহ্যবাহী শিব চতুর্দশী শুরু হয়। প্রথম দিনে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক পূর্ণাথীর আগমন ঘটে। এতে গণহারে ছিনতাইয়ের শিকার হয়েছে একাধিক ভক্ত। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে টিপু দত্ত নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রাউজানর দেওয়ানপুর থেকে আসা দর্শনার্থী শিমুল, মাইকল, বিপ্লব ও টিপু জানান, তারা ১০ জনের একটি দল তীর্থ দর্শনে আসন। এর মধ্যে ৫ জন পাহাড়ের ভেতর গেলে অস্ত্রধারী ডাকাতরা তাদের ৩৫শ টাকা, ২টি মােবাইলসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত ও মারধর আহত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন টিপু দত্ত (২২)। আশংকাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যদিক সুনামগঞ্জ থেকে আসা অনুপ্রাই নামর এক যুবক থেকে মোবাইল নিয়ে গেছে পকেটমাররা। চার পকেটমারকে আটক করেছে পুলিশ।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, চার ছিনতায়কারীকে আটক করা হয়েছে। মেলায় বিপুল সংখ্যাক আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

২৪ ঘণ্টা/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *