রাউজান প্রতিনিধি: রাউজানে ঈদে মিলাদুন্নবী (দ:),ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)’র চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে ৫ তম আজিমুশশান মাইজভাণ্ডারী ত্বরিকত শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১২মার্চ) বাদে এশা চিকদাইর উত্তর পাঠানপাড়া হযরত দলিল শাহ্ মাজার প্রাঙ্গণে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর শাখা- ২ এর আওতাধীন ৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আক্কাস উদ্দীন মানিক।
উদ্বোধক ছিলেন চিকদাইর উত্তর পাঠানপাড়া মোহাম্মদ হাসেম জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মুহাম্মদ এহসান কাদের, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম পতেঙ্গা তৈয়্যবিয়া তাহেরিয়া জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা সোলাইমান আলী রজবী।
মহিন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দীন, ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম কাজী দেউরি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী, আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, হাফেজ মোহাম্মদ মেজবাহ উদ্দীন।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ লোকমান, সোলাইমান, রিদুয়ান, মনির হোসেন, নাজিম উদ্দীন, মোহাম্মদ সোহেল, মোবারক হোসেন, এসকান্দর, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ সিরাজ প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
২৪ ঘণ্টা/নেজাম
Leave a Reply