সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশের লিফলেট বিতরণ

নতুন প্রণীত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সম্পর্কে পরিবহন শ্রমিকদের সচেতন করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ সীতাকুণ্ড জোন।

আজ মঙ্গলবার(৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পরিবহন মালিক, শ্রমিক, চালক-হেলপারদের নিয়ে উক্ত সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মালিক-শ্রমিক সমিতি, চালক ও হেলপারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ঘুমঘুম চোখে গাড়ি না চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে গাড়ির অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেওয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি না চালানো ইত্যাদি বিষয়ে আইন মেনে চলার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়।

উক্ত সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন টিআই রফিক, ফৌজদারহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ খায়রুল হাসান, সীতাকুণ্ড ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ আল আমিন, টিএসআই মোঃ সালাউদ্দিনসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র,ড্রাইভার-হেলপারসহ সচেতন জনসাধারণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *