রাউজান প্রতিনিধি: শাহ্সূফি হযরত মাওলানা মুফতি সৈয়দ অলি উল্লাহ্ শাহ্ নঈমী (র.)’র ৩১ তম বার্ষিক ওরশ শরীফ, হযরত মাওলানা হাছান মাইজভান্ডারী (র:)”র বার্ষিকী ফাতেহা ও মুফতি অলি উল্লাহ্ শাহ্ নঈমীর সুন্নিয়া মাদ্রাসার ১৯ তম বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৪ মার্চ (রবিবার) রাউজান পৌর ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া দরবার শরীফে খতমে কোরআন, খতমে গাউসিয়া, মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় ওরশ শরীফের আনুষ্ঠানিকতা।
মিলাদ মাহফিলে তকরির করেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা উসমান গণি জালালী, অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকী, আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খান আযহারী, মাওলানা জাহাঈীর আলম আল কাদেরী, মাওলানা ফরিদুল আলম মাইজভান্ডারী, মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী, মাওলানা বাহাউদ্দিন ওমর, মাওলানা এম মতিন। আখেরি মোনাজাত করেন মাহফিলের সভাপতি শাহ্জাদা আল্লামা কাজী হাবিবুল হোসাইন মাইজভান্ডারী।
উপস্থিত ছিলেন শাহ্জাদা এস এম মহিবুল্লাহ্, এস এম তৈয়ব উল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুনিরুজ্জামান চৌধুরী, কাউন্সিলর শওকত হাসান, জাকের হোসেন মাষ্টার, ওরশ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ্, হাজী জহুরুল ইসলাম, মাওলানা আরজু হাসান, নাসির উদ্দীন সওদাগর, মাহবুবুল আলম, দিদারুল আলম, মোহাম্মদ নাছির প্রমুখ। পরে আগত আশেক ভক্তদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।
২৪ ঘণ্টা/নেজাম
Leave a Reply