ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাঁশখালীতে মুরগী ব্যবসায়ির মৃত্যু

বাঁশখালীতে খুন

২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) রাতে ব্যাসা প্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার পথে খুনের ঘটনাটি ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার চাম্বল বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ওই বাজারে মুরগী ও ডিমের ব্যবসা করতেন বলে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে কয়েকজন ছিনতাইকারী তার পথ আগলে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা ব্যবসার নগদ ৩ লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়িকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি সফিউল কবীর। তিনি বলেন, হত্যাকারীদের চিহ্নিত করার লক্ষ্যে থানা পুলিশের তৎপরতা চলছে। খুব শীঘ্রই হত্যাকারীদের গ্রেফতার করা হবে বললেন ওসি।

২৪ ঘন্টা/প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *