চট্টগ্রামে করোনা সংক্রমনে উদ্ধগতি, ২৪ ঘন্টায় ১৮৩

চট্টগ্রামে করোনা

২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রামে সাধারণ মানুষের সচেতনতার অভাবকে ভালভাবেই কাজে লাগাচ্ছে প্রাণঘাতী করোনা। আর তাইতো লাফিয়ে লাফিয়ে সংক্রমনের মাত্রা দিনকে দিন উদ্ধগতিতে রয়েছে।

রেকর্ডে বিগত তিনমাসের সংক্রমনের সংখ্যা। মঙ্গলবার ২৪ ঘন্টায় ফের নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৮৩ জন। এদিন চট্টগ্রামের ৮টি ল্যাবে ২ হাজার ১শ ৬৪টি নমুনা পরীক্ষা করে গত তিনমাসের সর্বোচ্চ সংক্রমণ সংখ্যা দাড়ায়।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১শ ৫৯ জন এবং উপজেলার ২৪ জনের শরীরে পাওয়া গেছে এ ভাইরাসটি। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৮শ ৬৯ জন। তবে এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার (১৭ মার্চ) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন জনসাধারণের সচেতনতার অভাবে করোনা সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

এদিকে স্বাস্থবিধি নিশ্চিত করতে সোমবার (১৫ মার্চ) থেকে ঘোষণা দিয়ে মাঠে রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মাস্ক পরিধান নিশ্চিত করতে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের জনবহুল স্থান, বিভিন্ন মোড়ে ও বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালানো হচ্ছে।

২৪ ঘন্টা/প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *