রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’।
সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠন।রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত হয়।
বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বেটেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, বি এম জসিম উদ্দিন হিরু, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, লায়ন সাহাব উদ্দীন আরিফ, তসলিম উদ্দিন, নুরুল ইসলাম বাঁশি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিম নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান,
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও শিক্ষকবৃন্দ।
সকালে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা মুন্সিরঘাটা দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজসহ আ.লীগের সি. নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/নেজাম
Leave a Reply