ফটিকছড়িতে ট্রাক,সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় ট্রাক, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরো কয়েকজন।

২২মার্চ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট বাস স্ট্যান্ডের উত্তর পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক কে.এম.টেক মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

এতে, উপজেলার দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ (বৈদ্য পাড়া) এলাকার মৃত রমজান আলীর ছেলে তানবির হোসেন রকি (১৪) ও নোয়াখালী কবিরহাট এলাকার মানিক আচার্য্য (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশার পিছনে থাকা সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে যায় এসময় সামনে থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয় সিএনজির এবং সিএনজির ধাক্কায় ছিটকে পরে অটোরিকশা ও যাত্রীরা। এসময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় একজনকে চমক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মীর সরওয়ার আলম বলেন, ‘আমরা দূর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করি। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *