ফটিকছড়িতে হত্যা মামলার মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়ি উপজেলায় আলোচিত নেচার আহাম্মদ হত্যা মামলার পলাতক মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি নুরুল ইসলাম কে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। মৃত্যুদন্ড সাজা প্রাপ্ত আসামি মাল্যাটিলা গ্রামের হাফেজ দেলোয়ার এর ছেলে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে লেলাং নয়াহাট আসামীকে এস আই রিদোয়ানুল হক ও এস আই ফখরুল ইসলাম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

সম্প্রতি নেচার আহমদ হত্যা মামলার ঘটনায় ৯ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাহীন, বাবুল, ল্যাডা নাছির, নুরুল ইসলাম, মো. জোবায়ের, দিদার, আবু বক্কর বাঁশি, ইসমাইল ও মো. জঙ্গু। এদের মধ্যে শাহীন ছাড়া বাকী ৮জন পলাতক থাকলেও বর্তমানে নুরুল ইসলামকে গ্রেফতারের পর বাকী রইল ৭জন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। পলাতকরা বেশিরভাগই দেশের বাইরে আছে বলে থানা সূত্রে জানা যায়।

উল্লেখ্য, ২০০৩ সালের ১ নভেম্বর ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙামাটিয়া গ্রামের নেচার আহমেদ কে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী মোর্শেদা আক্তার বাদি হয়ে ফটিকছড়ি থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *