স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শনিবার (২৭ মার্চ) চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভা বিকেল চারটায় বঙ্গবন্ধু ল টেম্পল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা মো নুরুল কবির।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘শোষণমুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি জাতির জনকের কন্যা সেই পথ আমাদের দেখাচ্ছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের দেশের সকল খাতে উন্নতি। শুধু ভৌগলিক স্বাধীনতা নয়, আমাদের চাই অর্থনৈতিক মুক্তি, চাই নৈতিকতা সমৃদ্ধ মানবিক মানুষ।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ অনুষ্ঠানে সবাই আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন রাখেন, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান, সাদেক হোসেন পাপ্পু, মো আনোয়ারুল ইসলাম বাপ্পি প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *