বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে জয় সরকার (১৯) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
শুক্রবার (২ এপ্রিল) সকালে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ লাশ উদ্ধার করা হয়।
থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, উপজেলার পোপাদিয়া ইউনিয়নে বিদগ্রামের নিরেশ সরকারের ছেলে জয় বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ির উঠোনের একটি রেইনট্রি গাছের সাথে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ঘরের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, খবর পেয়ে রাত দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
২৪ ঘণ্টা/পূজন
Leave a Reply