রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২ টা থেকে গহিরা চৌমুহনীতে দেড়ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় রাউজান পাবলিক মেডিকেল হলের বিকাশ শীলকে ৫ হাজার টাকা, নীলাচল ক্লথ স্টোরের সাকিবকে দুই হাজার টাকা, স্বাস্থ্যবিধি অমান্য করায় গুলজারকে এক হাজার, এস এম ইসলাম ও অভি বড়ুয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/নেজাম
Leave a Reply