বাকলিয়ার শীর্ষ সন্ত্রাসী কিরিচ বাবুলের ছেলে অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলের ছেলেকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে নগরীর মাস্টারপুল এলাকা থেকে তাকে শীর্ষ সন্ত্রাসী সামিউল হক কাজেমী প্রকাশ নিয়াজকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি, দুইটি ছুরি, একটি কিরিচ, বেশ কয়েকটি লোহার রড ও ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরে বাকলিয়ার শীর্ষ সন্ত্রাসী নিয়াজের অবস্থান নিশ্চিত হয় পুলিশ।

পরে মাস্টারপুল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে নিয়াজ তার টর্চার সেলের তথ্য দেন। সেখানে অভিযান চালিয়ে একটি এলজি, দুইটি ছুরি, একটি কিরিচ, বেশ কয়েকটি লোহার রড ও ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে আইনহত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর বাকলিয়া থানার মোস্তফাবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বাকলিয়া মাস্টারপুল এলাকার এমদাদুল হকের ছেলে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে কিরিচ বাবুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার থেকে তথ্য নিয়ে নগর গোয়েন্দা পু্লেিশর অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীনের নেতৃত্বে ফের অভিযানে নামে।

গত ২৫ মে নগরের বাকলিয়া থানার নবাব খাঁ কলোনির নয়া রাস্তা খালের পুল এলাকা থেকে বাবুলের দুই ছেলেকে ছুরিসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরা হলেন মো. আছিবুল হক কাজেমী প্রকাশ হাসান (২০) ও মো. রাকিবুল হক কাজেমী প্রকাশ রুবেল (২৪)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *