রাউজানে অটোরিকশা চালকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ও লকডাউন বাস্তবায়নে চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশা চালকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন।

৭ এপ্রিল (বুধবার) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

মতবিনিময় সভায় চালকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, রাউজান থানার পরিদর্শক (অপারেশন) সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম, সাবেক সভাপতি সাংবাদিক মীর আসলাম।

সভায় অটোরিকশা চালকগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে লকডাউন পরিস্থিতিতে তাদের সহায়তা প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান।

২৪ ঘণ্টা/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *